নিজস্ব প্রতিবেদক; ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট। দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে খেলা দেখতে ছুটে আসেন শিশু, নারী ও পুরুষ। কেউ এসেছে হেঁটে, কেউ সাইকেলে, আবার কেউ ভ্যানে চেপে। তাদের উদ্দেশ্য ছিল একটাই—ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এই টুর্নামেন্ট উপভোগ করা।
কালাই লক্ষ্মীপুর ও কোদালিয়া-শ্রীরামপুর দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলায় একমাত্র গোল করে ১-০ ব্যবধানে জয়লাভ করে কালাই লক্ষ্মীপুর। মাঠে উপস্থিত দর্শকদের করতালিতে গর্জে ওঠে চারপাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হোসেন, সভাপতি শৈলকুপা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ খালিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শৈলকুপা উপজেলা বিএনপি। খেলাটির সভাপতিত্ব করেন ফুলহরি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ নাসির উদ্দিন পাঞ্জু, এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ হামিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলহরি ইউনিয়ন বিএনপির মোঃ ফজলু সহ অন্যান্য নেতাকর্মী।
এই টুর্নামেন্টের মাধ্যমে শৈলকুপার ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত