মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সঠিক নীতিমালা ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশার কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন তা বেড়ে দেড় থেকে দুই টাকা হয়েছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে, পুরোনো চক্রগুলোও সক্রিয় রয়েছে।
তার অভিযোগ, “চাঁদাবাজির সঙ্গে জড়িতরাই আবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য। এর ফলে পণ্যমূল্যও বাড়ছে। কিন্তু এটি আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত কাজ নয়। অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে চলে না।”
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে আগস্ট মাসের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে, যা জুলাইয়ের (৮ দশমিক ৫৫ শতাংশ) চেয়ে কম।
গত ৩৭ মাসের মধ্যে আগস্টে মূল্যস্ফীতি সর্বনিম্নে নেমে এসেছে। কমার এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত