ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক বলেছেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির মুক্তির দিশারি। তাঁর শিক্ষা ও আদর্শ যুগে যুগে মানুষকে সঠিক পথে পরিচালিত করবে।”
শনিবার (৬ সেপ্টেম্বর) জামালপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন।
ধর্ম সচিব আরও বলেন, “রাসূল (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য রহমতস্বরূপ। তিনি এসেছিলেন অন্যায়, অবিচার, কুসংস্কার ও অন্ধকার থেকে মানুষকে মুক্তি দিতে। তাঁর জীবন ছিল সততা, ন্যায়, দয়া, ভালোবাসা ও সহিষ্ণুতার জীবন্ত উদাহরণ। কুরআনে তাঁকে মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) পালন কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং নবীর আদর্শকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে বাস্তবায়ন করা উচিত।
অনুষ্ঠানে জেলা প্রশাসক হাছিনা বেগম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম। আলোচনা করেন কামালখান হাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী।
এ ছাড়া সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহসহ আরও অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ধর্ম সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. জালাল উদ্দিনসহ সরকারি কর্মকর্তা ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত