বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেসিক ব্যাংকের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শতাভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক পিএলসি.’র পরিচালনা পর্ষদের সভায় গভীর শোক প্রকাশ করা হয়। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ৭০৬-তম সভায় এই বিষয়ে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মুন্সী আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক শেখ ফরিদ, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোঃ মতিউর রহমান, এফসিএ, এফসিএমএ, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, পরিচালক এস.এম. ইকবাল হোছাইন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান এবং কোম্পানি সচিব মোঃ হাসান ইমাম ও সিএফও সাইদুর রহমান সোহেল।










