জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ২১ কেন্দ্রের মধ্যে ১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী। তিনি বলেন, দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ওইদিন রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোট গণনা, যা টানা তিন দিন ধরে চলছে।
নির্বাচনকে ঘিরে নানা নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ চারটি প্যানেল ভোট বয়কট করে। একই অভিযোগে বিএনপিপন্থি চার শিক্ষক ও একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেন।
জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ জন এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এবার প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত