বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি জনগণের দল। জনগণের পছন্দ-অপছন্দ ও ভালো-মন্দকে গুরুত্ব দিয়েই বিএনপিকে রাজনীতি করতে হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের আকনপাড়া মাদরাসা প্রাঙ্গণে ২ নম্বর পৌর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, “রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা অবৈধ পথে আঙুল ফুলে কলাগাছ হতে চায়, তাদের জন্য বিএনপির দরজা তারেক রহমান বন্ধ করে দিয়েছেন।”
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে নষ্ট করেছে। রাজনীতির নামে তারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস করেছে। ফলে রাজনীতি আজ জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। নিজেরা গণশত্রুতে পরিণত হয়ে গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গেছে।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্ল্যার সভাপতিত্বে ও তাজিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে দলের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনে নুরুল হককে সভাপতি, ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক, রেজাউল করিমকে সিনিয়র সহ-সভাপতি, সুলতান আহমেদকে যুগ্ম সম্পাদক এবং চাঁন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত