জাতীয় দলের কোচ থাকছেন সালাউদ্দিন
পুঁজিবাজার প্রতিবেদক
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন পরিচালক গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে পদত্যাগপত্র দিয়েছিল। আমরা কথা বলেছি, সে থাকছে জাতীয় দলের সঙ্গে।’
জাতীয় দলে কাজের অনুকূল পরিবেশ নেই অজুহাতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। পরে লিখিত পদত্যাগপত্র দিতে এলে তা কেউ গ্রহণ করেননি । যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুবাই থেকে মিডিয়াকে জানিয়েছিলেন, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হবে। বিসিবি সেদিন সন্ধ্যায় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, সালাউদ্দিনের পদত্যাগপত্র বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী পেয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সঙ্গে শেষ সিরিজ তাঁর।
তবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছিলেন, ‘সে (সালাউদ্দিন) তার ইচ্ছা প্রকাশ করেছে। এ ব্যাপারে পরবর্তী মন্তব্যের আগে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করে নেব।’
সে আলোচনা হয়ে গেছে বলে জানান একজন পরিচালক। মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরের দিনই সহকারী কোচ পদত্যাগ করেন। জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিয়ে আশরাফুল সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেন সালাউদ্দিনকে। বিসিবি কর্মকর্তারাও সহকারী কোচের মান ভাঙানোর উদ্যোগ নেন। গতকাল ঢাকা টেস্টের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সহকারী কোচ সালাউদ্দিনের। এতে বোঝা যাচ্ছে তাঁকে রেখে দিতে চেষ্টা করবেন তিনি।












