পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকায় গভীর জঙ্গলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানা শনাক্ত করেছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি দল ওই আস্তানায় অভিযান চালায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ গ্রুপ কমান্ডার সুমেন চাকমা তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের সেনাবাহিনীবিরোধী স্লোগান দিতে বাধ্য করে, যা তাদের অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেছে আইএসপিআর।
সংস্থাটি আরও জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে বাধ্য করছে।
পার্বত্য অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সদস্যদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ, বলেও আইএসপিআর জানায়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত