জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
পুঁজিবাজার প্রতিবেদক: আজ ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার দিনব্যাপী কুমিল্লার কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান, সংগঠন প্রধান মোঃ আব্দুল কাদের, মোঃ হাবিবুর রহমান, উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন, রসুলপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার বিভাগীয় প্রধান আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ কারী আবু হানিফা।
সভার সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ শাখার ইনচার্জ জনাব মোঃ আবুল বাশার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আক্তারুজ্জামান।
সভা শেষে প্রধান অতিথির নিকট থেকে বীমা গ্রাহক মরহুম আব্দুস ছালাম এর স্ত্রী ও পলিসির নমিনী বিলকিছ আক্তার মৃত্যুদাবীর ২ লক্ষ ৮২ হাজার টাকার চেক গ্রহণ করেন এবং লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাগণ পুরষ্কার গ্রহণ করেন।










