করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা আপডেট প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সারাদেশে ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়।
ঢাকা মহানগরে সর্বাধিক নমুনা পরীক্ষা করা হয়—১৯৭টি। এর মধ্যে ৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
অন্যদিকে, কক্সবাজারে ১৪টি নমুনার মধ্যে ১ জন, ময়মনসিংহে ৭টি নমুনা পরীক্ষায় ১ জন এবং দিনাজপুরে ৫টি নমুনায় ১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। আর করোনা শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ। সবমিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ৫২৩ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যু ঘটে।