জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন যে ১১৫টি প্রতীকের তালিকা পাঠিয়েছে, তাতে শাপলা নেই, তবে নৌকা প্রতীক রয়েছে। তাই এনসিপি যদি নিবন্ধন পায়, তবে তাদেরকে বিকল্প প্রতীক চেয়ে প্রস্তাব দিতে হবে।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত