খুলনা — ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “বাংলাদেশে আজ পর্যন্ত কেউ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেনি; এজন্য আমরা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি।”
গতকাল দলের খুলনার জলমা ইউনিয়ন শাখার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জলমা ইউনিয়ন সভাপতি মাওলানা দীন ইসলাম। আলোচনায় অংশগ্রহণকারীরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবিসহ একাধিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
ফয়জুল করীম আরও বলেন, “শুধু কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করলেই চলবে না; ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা দিনের ভোট রাতে করে আওয়ামী লীগের সহায়ক হিসবে কাজ করেছিলেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে—তাতে ভবিষ্যতে নির্বাচন পরিচালনায় থাকা ব্যক্তিরা অতীত থেকে শিক্ষা নিতে পারবে।”
সভায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা, নির্বাচনী দুর্নীতি প্রতিরোধ ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত