লায়ন মোস্তাফিজুল আজম মামুনকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান
নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) রাজধানীর মতিঝিলে স্টার স্টেপ ফুটওয়্যারের প্রধান কার্যালয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন মোস্তাফিজুল আজম মামুনকে সম্মানজনক লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়।
সার্টিফিকেটটি তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির এ্যাডভাইজার আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার স্টেপ ফুটওয়্যার এবং স্টার স্টেপ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন মোহাম্মাদ সোয়েব মজুমদার।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। তিনি বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক ছাড়াও খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি’র আজীবন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।












