পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: তালেবান হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত
পুঁজিবাজার প্রতিবেদক
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (১২ অক্টোবর) তালেবান সরকার নিশ্চিত করেছে, তারা উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর বড় আকারের হামলা চালিয়েছে, যাতে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, এই হামলা ছিল পাকিস্তানের সাম্প্রতিক আফগান ভূখণ্ডে বিমান হামলার প্রতিশোধমূলক পদক্ষেপ। পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালায়, যাতে বেসামরিক নাগরিক হতাহত হয়। এর জবাবেই সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি তালেবানের।
অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আফগান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “এই হামলা ছিল বিনা উস্কানিতে। বেসামরিক জনগণের ওপর গুলি চালানো হয়েছে। পাকিস্তান প্রতিটি ইটের বদলে একটি পাথর দিয়ে জবাব দেবে।”
ইসলামাবাদ অভিযোগ করেছে, তালেবান সরকার পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, তবে কাবুল এ দাবি অস্বীকার করেছে।
এদিকে, সীমান্তের কুনার ও কুরম অঞ্চলে উভয় পক্ষই ছোট অস্ত্র ও কামান ব্যবহার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
তালেবান মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হওয়ার পাশাপাশি প্রায় ৩০ জন আহত হয়েছে। অপরদিকে, তালেবানের নয়জন যোদ্ধা মারা গেছেন এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন,
“আমাদের পাকিস্তানের জনগণ বা নেতৃত্বের সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে কিছু গোষ্ঠী সীমান্ত পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। আফগানিস্তানের অধিকার আছে তার ভূখণ্ড ও সীমান্ত রক্ষার, তাই এই প্রতিশোধ নেওয়া হয়েছে।”











