পুঁজিবাজার প্রতিবেদক:
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিনটি পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত দিন হিসেবে বিবেচিত। ৫৭০ খ্রিষ্টাব্দে এই দিনে বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির একই তারিখে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। এজন্য দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ও তাৎপর্যময়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দিনটি পালনে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি পালন করছেন। অনেকে আজ নফল রোজাও রাখছেন।
এ উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ, শান্তি ও মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাণীতে বলেন, “মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে।” তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক বাণী দিয়েছেন। তারেক রহমান বলেন, “সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবা, শ্রদ্ধা, সহিষ্ণুতা, দয়া, ক্ষমাশীলতা, শিশুদের দায়িত্বশীলতা ও নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অতুলনীয়। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব।”
তিনি দোয়া করে বলেন, “মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন আমরা সবাই যেন নিজেদের জীবনে ঘটাতে পারি।”
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত